দেশজুড়ে

পীরগঞ্জে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ৯:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ওই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসিরুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রধান। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কম খরচে ধান উৎপাদনের লক্ষ্যে আবারও আউশ আবাদকে গুরুত্ব দিয়েছে কৃষি বিভাগ। উপজেলার ৩ হাজার কৃষককে রাসয়নিক সার ও বীজ ধান প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খরিপ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষককে ৫ কেজি করে বীজ, ২০ কেজি করে ডি এ পি এবং ১০ কেজি করে এম ও পি সার প্রদান করা হচ্ছে। তিনি আশা করেন পীরগঞ্জ উপজেলার কৃষকরা আউশ আবাদ করে লাভবান হবেন।

 

আরও খবর

Sponsered content