প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৩:২২:৩৭ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।
শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।
তিনি বলেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।
এছাড়া, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আগামীকাল রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয়া দুর্গা উৎসবের, ফলে শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।