বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৫:২৫:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে করেছেন হেফাজতে ইসলামের নেতারা। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩টার দিকে হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারি মাদরাসারা মুহতামিম মাওলানা ইয়াহিয়া ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মহিবুল হক গাছবাড়ি, আব্দুল কাইউম সোবহানী, মীর ইদ্রিস, কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।

জানা যায়, মাওলানা মামুনুল হকসহ নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের আলোচনা হয়। হেফাজতের সাত দফা দাবি হলো- ১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে। ২. হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৩. ইসলাম ও মহানবী (সা:) সম্পর্কে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। ৪. কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ৫. শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। ৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলইয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে এবং ৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা’দকে আসার অনুমতি দেয়া যাবে না।

আরও খবর

Sponsered content

Powered by