প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি‘র সহ-সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান (জামান) এর সাথে দিনাজপুর জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে পরিচিতিসভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্ঠা সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি,ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মওলানা নবিউল ইসলামসহ জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।