ময়মনসিংহ

বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায়

  প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৫:২২:৫২ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

তীব্র তাপদাহে পুড়ছে বকশীগঞ্জসহ গোটা বাংলাদেশ। তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইসতিসকার’ নামাজ আদায় ও মোনাজাত করেছেন জামালপুরের বকশীগঞ্জবাসী।

বকশীগঞ্জ ইত্তেফাকুল উলামা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুল্লাহ সাহেব।

নামাজে অংশগ্রহন করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েত উল্লাহ সাহেব,বকশীগঞ্জ খাঁন বাড়ী জামে মসজিদের ইমাম মুফতি মুহিব হাসান খতিব,খয়ের উদ্দিন মাদ্রাসা মসজিদের ইমাম মুফতি আব্দুর রশিদ, মসজিদে নূরের ইমাম মুফতি বেলাল হোসাইন,মালিবাগ জামে মসজিদের ইমাম শওকত ওসমান নোমানীসহ কয়েকশত মুসুল্লি অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by