ময়মনসিংহ

বকশীগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৭:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভারচুয়াল উদ্বোধন উপলক্ষে নির্মিত বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক তথ্য মন্ত্রী ও পরিকল্পনা মান্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা,সহকারী ভূমি কমিশনার আতাউর রহমান রাব্বি,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার সাখোয়াত হোসেন সাঁকা,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোশারফ হোসেন সহ মসজিদের ইমাম মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
এই মসজিদে রয়েছে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র,অটিজম কর্ণার, মিটিং রুম,ইসলামিক লাইব্রেরি, মেইন প্রেয়ার রুম, টিচার্স রুম, ইমাম রুম,গেস্ট রুম,মক্তব, হিফজখানা, কিচেন, ডায়নিং রুম, ডেড বডি ওয়াস রুম সহ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। মসজিদে ১ হাজার ৫০০ মুসুল্লি একসংগে নামাজ আদায় করতে পারবেন।

আরও খবর

Sponsered content

Powered by