বাংলাদেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

  প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৮:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশের সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।

সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতির সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।

রাষ্ট্রপতি আশা করেন আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by