দেশজুড়ে

বড়াইগ্রামে স্থানীয় সরকার দিবস পালিত

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৮:৪১ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে স্থানীয় সরকার দিবস পালিত

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সভা শেষে এক র‌্যালী উপজেলা ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, কার্য্য সহকারী আকুল হোসেন, গ্রাম আদালত প্রকল্পের সমম্বয়কারী সন্ধ্যা মার্ডী, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীজন।

আরও খবর

Sponsered content