চট্টগ্রাম

দোহাজারীতে ১০ টি নলকূপ স্থাপন

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০০:১৯ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে ১০ টি নলকূপ স্থাপন

সুপেয় পানির সংকট মেটাতে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের জন্য দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌর পরিষদ।

পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি গভীর নলকূপ স্থাপন প্রকল্পের অংশ হিসেবে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকায় ৮শ ফিট গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বোরিং কাজ খননের মাধ্যমে গভীর নলকূপ স্থাপণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর।

এসময় ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম পহর উদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, সমাজসেবক আবু তাহের সওদাগর, জানে আলম, আবু তৈয়ব কোম্পানি, মো. শফি, আব্দুর রশিদ, ঠিকাদার বাদশা মিয়া, মো. মুছা, মোবারক হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ ইসলাম নকশবন্দি।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, গভীর নলকূপ স্থাপনের ফলে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে গ্রীষ্মকালে পানির সংকট অনেকাংশে কমবে। পানির সমস্যা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় আরো গভীর নলকূপ স্থাপিত হবে।”

আরও খবর

Sponsered content

Powered by