বরিশাল

বরগুনায় কবরস্থান নির্মানে বাধা দেয়ার অভিযোগ

  প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৫:৫২:১৩ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি:

আমতলীতে পারিবারিক কবরস্থান নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ইউপি মেম্বার প্রার্থী বাচ্চু মৃর্ধার বিরুদ্ধে। ঘটনাটি বরগুনার আমতলী উপজেলার ৪নং হলুদিয়া ইউনিয়নের, তক্তাবুনিয়া গ্রামে। স্থানীয়রা জানায় মব্বত আলী মৃর্ধার পৈত্রিক রেকর্ডিং ভোগ দখলীকৃত সম্পত্তিতে পারিবারিক কবরস্থান নির্মাণ কাজ শুরু করে মব্বত আলী মৃর্ধার ওয়ারিশগনেরা।

উক্ত নির্মাণ কাজে এলাকার চিহ্নিত ভুমি দস‍্যু  বাচ্চু মৃর্ধা বাধা দেয়। এতে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ভুক্তভোগীরা বলেন, উত্তর তক্তাবুনিয়া মৌজার ৬২ নং খতিয়ানে, ১২২৬  নং দাগের ২একর ১৪ শতাংশ জমির ওয়ারিশ সুত্রে মালিক ২৮ শতাংশ  মব্বত আলী মৃর্ধা বিদ্ধমান থাকিয়া দীর্ঘ ৪০ বছর যাবত বশত বাড়ি নির্মাণ করিয়া ভোগ দখল করে আসছে। উক্ত ভুমিতে পারিবারিক কবরস্থান নির্মাণ করেন তারা।

অভিযুক্ত বাচ্চু মৃর্ধা বাধা দিয়ে ক্ষমতার জোরে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালায়। জমির মালিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়। এবং প্রকাশ‍্য খুন করার উদ্দেশ্যে রামদা নিয়ে মহরা দেয় অভিযুক্ত বাচ্চু। তবে কোনো কাগজপত্র না দেখিয়ে জমি দখল করবেন বলে জানান বাচ্চু মৃর্ধা। এ বিষয়ে আমতলী থানার (ওসি) শাহ আলম বলেন, থানায় কোনো অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Powered by