দেশজুড়ে

বাগেরহাটের পাখি শিকার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৪:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের পাখি শিকার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উদ্যোগে পাখি নিধন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শরণখোলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা বহুমুখী সাইক্লোন সেন্টারে এই সভা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সিপিজি সদস্য মোঃ খলিলুর রহমান জোমাদ্দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, প্রতিবেশ প্রকল্পের প্রতিনিধি মেহেদী হাসান ও সংরক্ষণ টিমের অন্যান্য সদস্যরা।

বক্তারা পাখি নিধনের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র রক্ষা এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। স্থানীয় জনগণকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। সভায় পরিবেশবাদী স্থানীয় জনগণ, সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পাখি শিকার প্রতিরোধ এবং জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও খবর

Sponsered content