দেশজুড়ে

বাগেরহাটে আম্পানে প্রায় তিন কোটি টাকার ক্ষতি

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৪:০৯:৪১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে উপক’লীয় এলাকায় প্রায় ৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ন ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে গাছ পালা ভেঙে পড়ে আছে। বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, আম্ফানের কারণে জলোচ্ছাসে নদী ও খালে পানির চাপ বৃদ্ধি পায়। এতে জেলার চার হাজার ৬৩৫টি মাছের ঘের তলিয়ে যায়। শরনখোলা উপজেলাসহ প্রায় ২ কিলোমিটার বেড়িবাদ ভেঙে গেছে। ৩৭৮টি বসতবাড়ি সম্পুর্ন বিধস্থ ও চার হাজার ৩৩৯টি বসতবাড়ি আংশিক ক্ষতি হয়েছে। গাছপালা ও বিদ্যুৎ লাইন বাদে জেলায় দুই কোটি ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে নিরুপন করা হয়েছে। তবে বোরো ধান উঠে যাওয়ায় এখানে কৃষির তেমন কোন ক্ষতি হয়নি বলে কৃষি বিভাগ জানিয়েছে।
 

আরও খবর

Sponsered content