দেশজুড়ে

মোরেলগঞ্জে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে মানববন্ধন

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে মানববন্ধন

বৈষম্য দূরীকরণে বেসরকারি এমপিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারির চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি  স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে আজ মঙ্গলবার সকাল ১১ টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বেসরকারি এমপিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, আবু হুরাইরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, অধ্যক্ষ সাবিনা আকতার, অধ্যাপক সম গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ইউনুছ আলী আকন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সভাপতি পিযুষ কুমার সাহা,সুপার মাওলানা আব্দুস সোবাহান।

মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ ৫ দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করা হয়। 

আরও খবর

Sponsered content