প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৫ , ৮:০২:৪৫ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় দুস্থদের মাঝে( শীতবস্ত্র )কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ (জানুয়ারি) বিকালে গাঙচিলের জেলা কার্যালয় অনুষ্ঠিত কম্বল বিতরণে জেলা প্রশাসনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম নুরুন নবী।
সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সহ-সভাপতি মহিতুর রহমান নার্গিস আক্তার লোনা ও আরিফুল ইসলাম আকীন্জী, খুরশিদা রহমান জুই, তথ্য ওপ্রযুক্তি সম্পাদক পারভেজ তরফদার সদস্য হেনা চৌধুরী, শারমিন আক্তার কাজল, শেখ ইকবাল হোসেন লাভলু,, ফাতিমা আক্তার, সুলতানা জাহান মায়া প্রমুখ। আলোচনা সবার শেষে অসহায় দুস্থ অর্ধশত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।