প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৫:২৬:১৬ প্রিন্ট সংস্করণ
চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে শহরের প্রান কেন্দ্রে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত।
স্কুল দুটিতে দীর্ঘদিনের খাবার পানির সংকট দূরীকরণে বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের দাবির প্রেক্ষিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় স্কুল দুটিতে ওয়াটার পিউরিফায়ার স্থাপনের সিদ্ধান্ত নেন। আজ (২৫ মে ) শনিবার সকালে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন স্কুল দুটিতে পানির স্থাপনার শুভ উদ্বোধন করেন।
এসময় স্কুল দুটির প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদার, মুহাঃ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষকবৃন্দ ও অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সহ-সভাপতি এইচ.এম নবীর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কোষাধ্যক্ষ এস.এম রাজ, বিভাষ চন্দ্র রায়,আবিদা সুলতানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।