প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ৬:৫৮:২১ প্রিন্ট সংস্করণ
২৩ জুন সকাল ৭ টায় বাগেরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।
বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় ও জেলা আঃলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিকালে আঃলীগ কার্যালয় চত্তরে জেলা আঃলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির সঞ্চালনা করেন এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন। সভায় জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতি তার বক্তব্যে, বাংলাদেশ আওয়ামীলীগের গঠন ও দীর্ঘ পথপরিক্রমায় আজ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তিনি আরোও বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং দূর্বার গতিতে এগিয়ে চলছে।
সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালী বের করা হয়। এতে প্রচুর সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।