দেশজুড়ে

বাগেরহাটে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৭:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা

বাগেরহাটে পবিত্র রমজান মাসে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মাদ ছাহেব আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব সহ মতবিনিময় সভায় বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হোটেল রেস্তোরাঁ মালিক, চাল ব্যবসায়ী, আড়তদার মালিক সমিতি, কাচা বাজার সমিতি, মুরগী বিক্রেতা সমিতি , মাংস বিক্রেতা সমিতি, ভুক্ত অধিকার ,কৃষি বিপণন কর্তৃপক্ষসহ সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও জেলা পর্য়াযের অফিস প্রধানরা উপস্থিত ছিলেন ।

এ সভায় রমজান মাসে দ্রব্য মূল্য সাধারণ ত্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সকলে মিলে এক যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয় । সভায়, আসন্ন রমজান উপলক্ষ্যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। কোন ব্যবসায়ী ঠুনকো

অযুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। সেই সাথে বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by