দেশজুড়ে

বাগেরহাটে মাদক কারবারি আটক

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৭:৫৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে মাদক কারবারি আটক

বাগেরহাটে বিদেশী মদ-ফেনসিডিল সহ বিশ্বজিৎ সেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের কাজী নজরুল ইসলাম রোর্ডের সিদ্দিক মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি বিশ্বজিৎ সেনকে আটক করে তার হেফাজতে থাকা ২ বোতল বিদেশী মদ ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারি ওই এলাকার মৃত তন্ময় কুমার সেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই বিপ্লব রায় এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটকৃত অভিযুক্ত বিশ্বজিৎ সেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content