প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ৫:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে ইস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি‘র পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট অফিসার্স ক্লাব সংলগ্ন আইডিইবি চত্তরে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা মিয়া।
এসময় আইডিইবি‘র বাগেরহাট জেলা সভাপতি খন্দকার আঃ সালাম, সাধারণ সম্পাদক মো. আঃ রহমান, যুগ্ম-সম্পাদক কাজী মাহামুদুল কবীর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. শাহজাহান খান, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সঞ্চিতা রানী রায়, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।