ময়মনসিংহ

বকশীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৮:২৮ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর বকশীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, ৪ অক্টোবর ২০২০ থেকে পক্ষকালব্যাপী ১৭ অক্টোবর পযর্ন্ত এ কার্যক্রম চলবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজামান সজিব প্রমুখ। বকশীগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও খবর

Sponsered content

Powered by