প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৫:১৯:০৪ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি দৈনিক ঢাকার-ডাক পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম রাজের পিতা শেখ কাওসার আহম্মেদ (৭৬) রবিবার রাত ১০,১৫ মিনিটে খারদ্বারস্থ নিজবাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ সোমবার যোহরবাদ খারদার ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসেন লিটন সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন সহ সকল নেতৃবৃন্দ।