ঢাকা

মুকসুদপুরে কারেন্ট জালে পোনা মাছ নিধন, ধ্বংস হচ্ছে মিঠা পানির মাছের ভবিষ্যৎ

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৭:০৩:২৬ প্রিন্ট সংস্করণ

মুকসুদপুর (গোপালগঞ্জ ) প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বিভিন্ন খাল বিল , হাওর বাওর ও নদী নালায় চলছে অবাধে পোনা মাছ নিধন। স্থানীয় জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে এসকল নদী-নালা খাল-বল থেকে প্রতিদিন অকাতরে পোনা মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করছে। দৈনন্দিন ধরা পড়ছে টনটন মিঠাপানির পোনা মাছ । ধ্বংস হচ্ছে মিঠা পানির মাছের ভবিষ্যৎ সম্ভাবনা।
অথচ স্থানীয় প্রশাসন ঐসকল হাট বাজার থেকে প্রতিদিনই বিভিন্ন জাতের মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে । তাদের চোখের সামনে দিয়েই স্থানীয় জেলেরা এমন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের ন্যূনতম কোন মাথাব্যথা নেই ।
বিশেষ করে উপজেলা মৎস্য অফিসও এই নীতি গর্হীত কাজের বিরুদ্ধে কোন ধরনের ভূমিকা প্রদর্শন করছে না । তারাও না জানার ভান করে গা বাঁচিয়ে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকবে অচিরেই প্রোটিনের অন্যতম উৎস মিঠা পানির মাছ বৃদ্ধি হুমকির মুখে পড়বে । ফলে মিঠা পনির মৎস্য সম্প্রসারণ ব্যাহত  হবে।

আরও খবর

Sponsered content

Powered by