দেশজুড়ে

বাগেরহাট কমিউনিটি পুলিশিং ডে পালিত

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৫:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বাগেরহাটে ও পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।সকালে নতুন পুলিশ লাইনের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার রেলিটি এসে শেষ হয় পুলিশ লাইনের সামনে, পরে বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে নতুন পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেলুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত ভাই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অন্য অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (অর্থ),জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ   সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান  সহ প্রমুখ এদিন কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

এতে পুরস্কার গ্রহণ করেন রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ,  পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content