চট্টগ্রাম

ফটিকছড়িতে সিআইপি নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে সম্মাননা

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৫:৫০:২৯ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়িতে সিআইপি নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে সম্মাননা

ভাগ্য বদলের আশায় দুই যুগ আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার কৃতি সন্তান মোঃ আব্দুল মান্নান। প্রথমে প্রবাসের মাটিতে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে শুরু করেন ব্যাবসা। ধীরে ধীরে বাড়ান ব্যাবসার পরিধি। জীবনে সফল হওয়ার দুরন্ত লক্ষ্য নিয়ে সততা আর পরিশ্রমকে পুঁজি করে সামনে এগুতেই ব্যাবসায়িক সুখ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাটে মান্নানের গড়া  ঠিকাদারী প্রতিষ্ঠান প্রবাসের বুকে অবস্থান করে নিয়েছে। বৈধ পথে উল্লেখযোগ্য সংখ্যক রেমিটোন্স পাঠানোয় সম্প্রতি বাংলাদেশ সরকার  বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মান্নানকে সিআইপি উপাধিতে ভূষিত করেছেন।  এদিকে মান্নান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়। 

২০ জানুয়ারী সন্ধ্যায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল মান্নানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফটিকছড়ি হতে নবনির্বাচিত সংসদ মদস্য খাদিজাতুল আনোয়ার সনি। 

পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ইসমাইল হোসেন।

এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারবেজ, উত্তরজেলা আ’লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরানসহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by