প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ
প্রচারণায় ব্যস্ত বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
প্রতীক বরাদ্দের পরের দিন থেকেই বান্দরবান জেলার ৭ টি উপজেলায় প্রচারণায় মূখর বান্দরবান ৩০০ নং আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর কর্মী সমর্থকদের মাঝে।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বান্দরবান জেলার সবচেয়ে দুর্গম উপজেলা থানচি থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেন ৩০০ নং আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।
বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার ৩য় দিনে তিনি জেলার রোয়াংছড়ি উপজেলায় যান। এসময় প্রার্থীকে ঢোল বাদ্য বাজিয়ে, ফুলের মালা দিয়ে, বরণ করে নেন রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়ার পাহাড়ি জনসাধারণ।
এসময় তিনি উপজেলার কচ্ছতলী সড়কের বিভিন্ন পাড়ায় পথসভা ও কচ্ছপতলী বাজারে জনসভায় অংশগ্রহণ করেন পরে রোয়াংছড়ি বাজারে আরেকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি উজ্জল কান্তি দাশ,রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি চহ্লামং মার্মা,রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান, চহাই মং মার্মা,উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা সহ জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক বৃন্দ।