চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিট এন্ড ক্লিন বাংলাদেশের উদ্যাগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৯:০৩:০০ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম) :

সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ইতোমধ্যে উপজেলার ইউনিয়নে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। ডেঙ্গু থেকে সর্তক থাকতে মানুষকে সচেতন করতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় নিট এন্ড ক্লিন বাংলাদেশের উদ্যাগে সোমবার বিকালে পরিস্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু মশা নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে জোড়আমতল এলাকার বিভিন্ন ড্রেন, বাড়ির আশপাশে ঔষধ ছিটানো হয় এবং মানুষকে  সচেতনতা করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। নিট এন্ড ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনির আহমদ, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ, মোঃ তারেক উদ্দিন সিকদার, ইউপি সদস্য মাহবুবুল আলম, ওমর ফারুক সোহেল, সংগঠনের সদস্য হারুন অর রশিদ, রফিকুল ইসলাম বীমা,শাহ আবদুল্লাহ জুবায়েরসহ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

আরও খবর

Sponsered content

Powered by