দেশজুড়ে

শেরপুর জেলা পুলিশের নকলায় ধান কাটা উৎসব উদ্বোধন

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৭:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : বর্তমান করোনা ভাইরাস আতঙ্কে শ্রমিক সংকটের কারণে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে চলতি বোরো মৌসুমে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধান কাটার কর্মসূচি গ্রহণ করা হয়েছে

বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার বারমাইসা গ্রামের আবু রায়হানের ৬৫ শতাংশ জমির পাকা বোরো ধান ৩০জন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য নিয়ে ধান কাটার উদ্বোধন করেন, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরাসহ পুলিশ কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

বিপুল সংখ্যক কৃষক সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের ধানা কাটা কর্মসূচি দেখে আনন্দ উল্লাস প্রকাশ করেন পুলিশ সুপার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান সংকট কালে কৃষকদের মাঠের ধান ঘরে তুলতে আমরা কর্মসূচি হাতে নিয়েছি কর্মসূচি ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অব্যহত থাকবে

আরও খবর

Sponsered content

Powered by