চট্টগ্রাম

বান্দরবানে বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৭:৩৫:৫৭ প্রিন্ট সংস্করণ

 মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এই দিন রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

দিবসটি উপলক্ষে বান্দরবানে আওয়ামী লীগ  ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ ব্যাপক কর্মসূচি পালন করে।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ।পরে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু মুক্তমঞ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা,সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী,জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ শফিকুর রহমান,একেএম জাহাঙ্গীর,কাজল কান্তি দাশ,সহসভাপতি উজ্জ্বল কান্তি দাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,ক্যা সা প্রু মারমা সহ জেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ।এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পৌর আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ এবং বান্দরবান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by