দেশজুড়ে

বাগেরহাটে ষ্টীলব্রীজের রেলিংএ আটকে বাস, যানচলাচল বন্ধ

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ৫:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে ষ্টীলব্রীজের রেলিংএ আটকে বাস, যানচলাচল বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে ষ্টীলব্রীজের রেলিংএর মধ্যে আটকে আছে একটি যাত্রীবাহি পরিবহন। এর ফলে দীর্ঘ ১০ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ থাকায় চড়ম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারন মানুষ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বাজার সংলগ্ন ষ্টীলব্রীজের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহি এ দূরপাল্লার পরিবহন আটকে যায়। এর আগে যাত্রীবাহি এ পরিবহনটি গতকাল রাতে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯২৬৯)।

ঘটনার সময় বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার প্রায় ৫০টি পরিবহন আটকে রয়েছে। এতে কয়েক হাজার যাত্রী পড়েছেন চড়ম দূর্ভোগের মধ্যে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক সুলতান জানান, রাতে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় গাড়িতে কোন কোন যাত্রী ছিলো না, এ কারনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার পর গাড়ি রেখে চালক, হেলপার পালিয়ে গেছে। দ্রুত রেকার এনে যানচলাচল স্বাভাবিক করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by