প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর দুর্বৃত্তের হামলার কারণে মানববন্ধন নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বালিয়াডাঙ্গী শাখার মুক্তিযোদ্ধারা।
রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্থা মোড়ে এক নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে উপস্থিত মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ওই এলাকার দুর্বৃত্তরা রাতের আধারে ঘুমন্তাবস্থায় নির্মম হামলার প্রতিবাদে তীব্র নিন্দাসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।