চট্টগ্রাম

‘বালুখেকো’ ইউপি চেয়ারম্যান সেলিম খানকে আ.লীগ থেকে বহিষ্কার

  প্রতিনিধি ৪ জুন ২০২২ , ৫:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চাঁদপুরের আলোচিত ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (৪ জুন) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল জানান, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এছাড়াও হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।

আরও খবর

Sponsered content