দেশজুড়ে

ধুনটে করোনায় কর্মহীনদের পাশে ভ্রমণকণ্যারা

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৫:৫১:০২ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলায় ভ্রমণকন্যাদের সংগঠন ট্রাভেলেটরস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা) -এর উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া, দেউড়িয়া, গোপালনগর ও গজিয়াবাড়ী গ্রামের ২৩টি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনটির স্বেচ্ছাসেবক নাবিলা তাবাচ্ছুম এসব পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।

জানা যায়, নারীদের ভ্রমণ বিষয়ক সংগঠন 'ট্রাভেলেটরস অফ বাংলাদেশ' (ভ্রমণকন্যা) চলমান করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্থ অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মস‚চী হাতে নিয়েছে। অলাভজনক সংগঠনটির মানবিক কর্মস‚চীর অনুদান থেকে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি দেশের ৫টি জেলার আড়াইশ পরিবারের ঘরে চাল, ডাল, তেল, আটা, চিড়া, মুড়ি, মরিচ ও সাবান সমৃদ্ধ একটি করে প্যাকেট পৌছে দিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by