দেশজুড়ে

বিজয়নগরে যুবলীগ নেতার বিরুদ্ধে জোর করে জায়গা দখলের অভিযোগ

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৬:০৩:১৯ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে যুবলীগ নেতার বিরুদ্ধে জোর করে জায়গা দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় নিরীহ শিক্ষকের কৃষি জমি দখলের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। সেই যুবলীগ নেতা হলো চান্দুরা ইউপির ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রামপুরের মতিউর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫)। উক্ত অভিযোগে যুবলীগ নেতার পিতা সহ আরো ৬ জন ।

ভুক্তভোগী অভিযোগ কারী একই এলাকার মৃত কাজী আব্দুল ওয়াহিদের ছেলে নিরীহ অবসর প্রাপ্ত শিক্ষক কাজী আব্দুল মান্নান (৬৫)। সে গত ২৬শে নভেম্বর (মঙ্গলবার) বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ ও ঘটনার সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট হাইওয়ে রোডের রামপুর এলাকায় নিজের বসত ভিটের সম্মুখে ২টি জমি ৩১ শতাংশ জায়গা পৈতৃক ওয়ারিশ সূত্রে সি.এস, এ.এস ও বি.এস খতিয়ানে মালিকানাধীন ভুক্তভোগীর পারিবারিক রাস্তা ও বিছড়া।

অভিযুক্ত দুলাল মিয়া গত দুই তিন বছর যাবত চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী আত্মীয়তার পরিচয় দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দখল করে ভুক্তভোগীকে কৃষি করতে বিরত রেখেছেন। ভুক্তভোগী আব্দুল মান্নান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জায়গায় ধরনা ও সালিশ করেও কোন প্রতিকার পাইনি।

চেষ্টার হাল না ছেড়ে সরকার পতনের পর আবারো এই নিরীহ পরিবারটি সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি অভিযোগ আরও বলেন, বিগত সরকারের আমলে চান্দুরা ইউপি চেয়ারম্যান এর কাছে গেলে, বিরক্ত হয়ে বিচার না করে, উল্টো আমাকে ওই জায়গাতে পরে মারা যাওয়ার কথা বলেন। আমি অসহায়, সরকারের সহযোগিতায় এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে চাই। আমি আমার প্রাপ্য জায়গা ফিরে পেয়ে বাড়িতে আসা-যাওয়ার রাস্তা চাই।

এ বিষয়ে অভিযুক্ত দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তার জায়গা দখল করিনি, এটা আমাদেরই দখলে আছে এবং আদালতে মামলা চলমান। রায় যেটা হয় সেটা মেনে নেব। তারা আমাদের বাড়ি দখল করে রেখেছে আমরা তাদের বিছড়া দখল করে রেখেছি।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী জানান, জায়গা সংক্রান্ত সমস্যা আদালতের তবে যদি কেউ জবর দখল করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটায়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

আরও খবর

Sponsered content