চট্টগ্রাম

বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন ১৫৮টি পরিবার

  প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৬:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প দুই এর আওতাধীন তৃতীয় দফায় সর্বমোট সারা দেশে ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান গণভবনে থেকে সরাসরি অনুষ্ঠিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার ২১ জুলাই ১১ টায়, উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে যুক্ত হয়েছে। গণভবনের অনুষ্ঠান সমাপ্তির পর বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভূমিহীন ও গৃহহীন ১৫৮ টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর জাহান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী ও উপকার ভোগী পরিবারের সদস্যরা।

 

 

আরও খবর

Sponsered content

Powered by