প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৪৭:৩৮ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি খামারীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ দপ্তরের সামনে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুহিব্বুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুস আলী, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. কাজী দিলশাদ মুস্তারী, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. নেওয়াজ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।