দেশজুড়ে

বোয়ালমারীতে জনতার হাতে তিন চোর আটক, দিলেন পুলিশে

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে জনতার হাতে তিন চোর আটক, দিলেন পুলিশে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তিনজন ছাগল চোরকে আটক করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আটককৃত আসামীদের শনিবার (৮মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) আল- আমিন।

এ ঘটনায় ছাগল মালিক একই ইউনিয়নের মিঠাপুর গ্রামের মাজেদ মোল্যার ছেলে শফিকুল ইসলাম (৩৮), বাদী হয়ে থানায় চুরির মামলা দায়ের করেন। মামলা নং ৯।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারের পাশে ছ’মিলের পাশে দুটি বকনা ছাগল বাঁধা ছিল, যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। চোর চক্রের তিনজন ওই ছাগল দুটি একটি পিক-আপে ওঠানোর সময় স্থানীয় লোকজন দেখে ফেলে আটক করে। এসময় স্থানীয় লোকজন মারধোর করে স্থানীয় থানা পুলিশে পিকআপসহ চোরদের সপর্দ করে। আটককৃত চোর চক্রের তিনজনই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। আকটকৃতরা হলো; মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫), পূর্বহাসামদিয়া গ্রামের তোরাপ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজাপুর গ্রামের স্থানীয় লোকজন তিনজনকে ছাগল চুরির ঘটনায় আটক করে থানায় সপর্দ করেন। এ ঘটনায় একটি চুরির মামলা হয়েছে। আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও খবর

Sponsered content