দেশজুড়ে

বোয়ালমারীতে ফলিয়ার বিল সমিতি নির্বাচনে মনোনয়ন ফরম জমাদান

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৮:৫৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে ফলিয়ার বিল সমিতি নির্বাচনে মনোনয়ন ফরম জমাদান

ফরিদপুরের বোয়ালমারীতে ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তৃ-বার্ষিকী নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনেও আশা অনুরূপ জমা পরেনি।

রোববার (০৮.১২.২৪) দুপুর ১টায় মনোনয়ন ফরম জমাদনের শেষ দিন ছিল। এ মনোনয়ন ফরম ৪ ডিসেম্বর থেকে বিতরণ করা হয়। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫২৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।

এ নির্বাচনে নির্বাচনী কমিটির সভাপতি কর্মকর্তা দায়ীত্বে থাকবেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন। তিনি জানান, ১৯ জন ফরম সংগ্রহ করেন। ১৯জনের মধ্যে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। তবে সভাপতি পদে ২ জন ছাড়া বাকি পদে এককভাবে মনোনয়ন জমা প্রদান করেন। ২৮ ডিসেম্বর সকাল ৯ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। এ নির্বাচনে সভাপতি পদে দু’জনের মধ্যে মো. আব্বাস শেখ ও মো. শাইন আনোয়ার মনোনয়ন ফরম জমা দেন। 

সভাপতি প্রার্থী মো. আব্বাস শেখ বলেন, দীর্ঘ ১০ বছর পর ফলিয়ার বিল সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন আনন্দের সাথে আমরা গ্রহণ করবো। মহান আল্লাহ সহায় থাকলে নির্বাচিত হলে। আগামীতে প্রত্যেক ভোটারদের অধিকারের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিব।