দেশজুড়ে

বোয়ালমারীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৬:৫১:০৭ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাতে ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগম ও অপর এক মহিলা গেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। লুন্ঠিত জিনিসপত্রের মূল্য প্রায় দশ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। 

খবর পেয়ে রোববার (০২.০৩.২৫) সকালে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আবুল কালামের একমাত্র ছেলে সৈয়দ আদনান আজাদ রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সৈয়দ আদনান আজাদ বলেন, আমি ঢাকায় চাকরি করি। সম্পর্কে আমার এক ফুফুকে নিয়ে আমার মা বাড়িতে থাকেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রেখে স্টিলের আলমারি, কাঁঠের আলমারি, বাক্স ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার মূল্য দশ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, ডাকাতির বিষয়ে মামলা হবে। আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content