দেশজুড়ে

ভাইরাল হওয়া সেই মোস্তফা দম্পতি ভালো নেই

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৭:২০:০১ প্রিন্ট সংস্করণ

ভাইরাল হওয়া সেই মোস্তফা দম্পতি ভালো নেই

পৃথিবীতে আপন বলতে কেউ নেই, এক ছেলে বিয়ে করে চলে গেছেন অন্যত্রে। বৃদ্ধা মোস্তফা ও স্ত্রী ফুলবানু অন্যর ঘরের পিছনের কোনায় বাস করেন৷ 

গত দুই বছর পূর্বে গণমাধ্যম কর্মীরা বিস্তারিত সচিত্র তুলে ধরলে উপজেলা প্রশাসনসহ অনেকেই এগিয়ে এসেছেন। 

দীর্ঘদিন ভালই ছিল। হঠাৎ সহযোগীতা বন্ধ হয়ে যাওয়ায় আবারো কষ্টে দিন কাটছে মোস্তফা দম্পতির। 

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা জংশন বাজার সংলগ্ম রাঢ়ী বাড়িতে বসবাস করা মোস্তফার খোঁজ নিতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। 

সংবাদকর্মীদের দেখে অসুস্থ্য মোস্তফা কান্নায় ভেঙ্গে পড়েন। বলেন, আমনেগো পর আর কেউ আমার খবর রাখেনি। আমনেরা পেপারে দিসেন, হের পর অনেকে অনেক কিছু দিসে। 

এক্কান চাউলের কাট দিসে, এখন চাল পাই না। অনেক কষ্টে আছি। 

বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন মোস্তফা মিয়া- নগদ :01981359976

আরও খবর

Sponsered content