বাংলাদেশ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

  প্রতিনিধি ২১ মে ২০২১ , ৯:২৬:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার আগরতলা ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে।

এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়াল বাংলাদেশ।

আরও খবর

Sponsered content

Powered by