আন্তর্জাতিক

ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’ জাপানের দিকে ধেয়ে যাচ্ছে

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২০ , ১:০৭:৪২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’ জাপানের দিকে ধেয়ে যাচ্ছে। এ আশঙ্কায় এরই মধ্যে ২২ হাজার সেনাকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো। জাপানের দক্ষিণ-পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন ‘হাইসেন’ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারো কোনো জানিয়েছেন, যদি কোনো কিছু ঘটে যায়, তবে ২২ হাজার সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন। যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।

জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছে। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর মধ্যে। হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর বাতাসের শক্তি ঘণ্টাপ্রতি থাকছে ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে, আজ রোববার সন্ধ্যা অথবা আগামীকাল সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে হাইসেন। এরই মধ্যে জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে, অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে প্রায় ১০০ বিমানের উড্ডয়ন বাতিল করা হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by