বাংলাদেশ

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল : ইসি আহসান হাবিব

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৫:২১:২৩ প্রিন্ট সংস্করণ

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল : ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন।  

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি। 

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

আরও খবর

Sponsered content

Powered by