রাজশাহী

কাহালুতে বিট পুলিশিং সমাবেশ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৩:১১:০৫ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

‘নিরাপদ দেশ গড়ি, নারী ধর্ষণ রোধ করি’ এই সেøাগানকে সামনে রেখে শনিবার কাহালু উপজেলা পরিষদ হলরুমে বগুড়া জেলা পুলিশ ও কাহালু পৌর বিট পুলিশিং এর যৌথ উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।

কাহালু পৌর বিট পুলিশিং এর অফিসার ও থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক (তোতা)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা খাতুন, “সুজন” কাহালু উপজেলার শাখার সভাপতি আব্দুস সাত্তার, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছাদেক আলী, কাহালুর উত্তরসুরীর মডরেটর অর্ণন্না সুলতানা, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জেরিন ফারিহা প্রভা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by