দেশজুড়ে

ভোলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু 

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০৪:২৫ প্রিন্ট সংস্করণ

ভোলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তজুমদ্দিন উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমির হোসেন ও মো. নয়ন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল চোর চক্র তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সোনাপুর ৭ নং ওয়ার্ড এলাকার ভুইয়া বাড়ীতে চুরি করতে গিয়েছিল ওই চোর চক্র। ওইদিন রাতে তারা বেশ কয়েকটি বাড়িতেও চুরির ঘটনা ঘটিয়েছিল। এক পর্যায়ে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে একে অপরকে চুরির ঘটনাটি জানিয়ে দেয়। তারপর থেকেই রাতে সকলেই সতর্ক থাকে। এ সময় চোর চক্র ওই বাড়ীর আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিল। খালেক বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসলে চোর চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনগণ তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গণপিটুনিতে নিহতরা হলেন-বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাস মহল এলাকার আমির হোসেন (২৮)। তার পিতার নাম পাওয়া যায়নি, অজ্ঞাত রাখা হয়েছে। অপরজন হলেন তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি ২ নং ওয়ার্ড এলাকার মো: নয়ন (৩০)। সে ওই এলাকার নুরুল হকের ছেলে। লাশগুলো উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, গণপিটুনিতে যারা মারা গেছেন তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। ওই সময় তাদেরকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করলেও পরবর্তীতে তারা মুক্ত হয়ে তাদের চুরি বৃত্তির কাজে নিয়োজিত থাকে। প্রশাসনও তাদের এ ধরনের কর্মকান্ডে অতিষ্ঠ।

এ ঘটনার বিষয়ে তজুমদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, চুরির ঘটনায় গণপিটুনিতে আমির হোসেন (২৮) ও মো: নয়ন (৩০) নামে দুই ব্যক্তি মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মার্ডার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content