বরিশাল

ভোলায় হত্যা মামলার প্রধান আসামি আটক

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৪৩:২১ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে আমির হোসেন মাঝি হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ছালেম হাওলাদারকে আটক করা হয়। আটক ছালেম হাওলাদার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজাম্মলের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসিম উদ্দিন হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছালেম হাওলাদারকে আটক করা হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে ৯ নম্বর আসামি গ্রেফতার করা হয় এবং অন্যান্য আসামিদের আটক করতে জোর প্রচেষ্টা চলছে।