বাংলাদেশ

ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে প্রস্তুত থাকবে মেডিকেল টিম

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ

ফাইল ফটো

ভোরের দর্পণ ডেস্ক:

করোনা ভ্যাকসিন নেয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার জন্য প্রস্তুত রাখা হবে সব মেডিকেল ও স্বাস্থ্য কেন্দ্র। এমনকি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে ভ্যাকসিন গ্রহীতাদের। এ বিষয়কে গুরুত্ব দিয়ে পুরো দেশে চলছে টিকাদান কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ।

চট্টগ্রামে একটি টিকাদান কেন্দ্রে হঠাৎ শোরগোল সৃষ্টি হয়। এক টিকা গ্রহীতার হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। এনিয়ে প্রতিবাদ করছেন স্বজনরা। আর ভ্যাক্সিনেটর এবং স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের। প্রকৃত অর্থে করোনা ভ্যাকসিন প্রয়োগের পর কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তা কিভাবে সামাল দিতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একেবারে হাতে-কলমে।

সরকার নির্ধারিত কেন্দ্রে সঠিক তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের পাশাপাশি যথাযথ নিয়মে শরীরে প্রয়োগেই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় যেমন টিকা সংরক্ষণ করতে হবে। তেমনি প্রতিটা ভ্যাকসিন বায়াল থেকে পয়েন্ট ফাইভ মিলিমিটারের কম বেশি ভ্যাকসিন নেয়া যাবে না। গত ২ দিন ধরে তাই শেখানো হচ্ছে ভ্যাক্সিনেটরদের।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগ। আর এ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা থাকায় ভ্যাক্সিনেটরদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। মূলত ৯০ ডিগ্রি অ্যাংগেলে হাতের বাহুতে এই ভ্যাকসিন পুশ করতে হয়। একটি বায়ালে ১০ জনের শরীরে প্রয়োগের ভ্যাকসিন থাকে।

আরও খবর

Sponsered content

Powered by