বাংলাদেশ

ওআইসির বৈঠক: পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-সচিব

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ৫:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ একটি প্রতিনিধি দল। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে এই অধিবেশন ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানে ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠকে আগামীকাল শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন। পরদিন রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠক নেই বলে জানা গেছে। এর আগে ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

আরও খবর

Sponsered content

Powered by