আন্তর্জাতিক

ভয়েস অব আমেরিকায় আর শোনা যাবে না বাংলা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৮:০১:০১ প্রিন্ট সংস্করণ

বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এবং বিশ্বখ্যাত গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও সার্ভিস। আগামী ১৭ জুলাই থেকে আর শোনা যাবে না বাংলা সম্প্রচার। তবে গণমাধ্যমটির বাংলা বিভাগ থাকছে। সময়ের প্রয়োজনে রেডিও থেকে সরে এসে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বুধবার (১৪ জুলাই) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। এর মধ্য দিয়ে ৬৩ বছরের পথচলা থামলো। ১৯৫৮ সালের জানুয়ারি মাসে ভারতীয় উপমহাদেশের বাংলা ভাষাভাষি মানুষের কথা বিবেচনা করে যাত্রা শুরু হয়েছিল ভয়েস অব আমেরিকার বাংলা রেডিওর। মুক্তিযুদ্ধের সময় মানুষের আস্থার কেন্দ্র হয়ে উঠেছিল গণমাধ্যমটি।

 

বাংলা রেডিও সার্ভিস বন্ধ করে দেওয়ার পেছনে ‘শ্রোতা সঙ্কট’কে দায়ী করছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, শর্টওয়েভ রেডিওর শ্রোতা এখন ১ শতাংশেরও কম। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রোতা বাড়ছে উল্লেখযোগ্য হারে। গণমাধ্যমটির টুইটার অ্যাকাউন্টে সম্পৃক্ততা বেড়েছে ৫৪ শতাংশ। ইনস্টাগ্রামে ভিডিও দেখা বেড়েছে ২৭৪ শতাংশ।