বরিশাল

মঠবাড়িয়ায় সরকারি কলেজের নতুন ভবন নির্মাণ সম্পন্ন : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৮:১৬:০৭ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের একাডেমিক নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক একাডেমিক এ কলেজ ভবনটি।

আধুনিক এ কলেজ ভবনটি নির্মাণে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স তৌহিদুল বাশার কবির এন্টারপ্রাইজ ২০১৯-২০ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি দ্বিতল বিশিষ্ট আধুনিক এ কলেজ ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। চার তলা ফাউন্ডেশনে তৈরী এ ভবনটিতে আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা রয়েছে।

সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষের উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় কক্ষ সংকট দুর হয়েছে।

এ ভবনটিতে অনার্সের রাষ্ট্র বিজ্ঞান ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে।

যে কোন সময় দৃষ্টি নন্দন আধুনিক একাডেমিক এ কলেজ ভবনটি ভার্চূয়াল পদ্ধতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন ।

Powered by