খুলনা

মহম্মদপুরে প্রাথমিক বিদ্যালয়ের কাজ পরিদশর্ণে ইউএনও

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৮:০৬:৩৬ প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। কিছু বিদ্যালয়ের কাজ সম্পন্ন করে বিল উত্তোলনের জন্য উপজেলার সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করা হয়েছে। আবেদনকৃত বিল প্রদানের পূর্বে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান নিজেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি কর্মকর্তাকে সাথে নিয়ে নিয়মিত বিদ্যালয়গুলি পরিদর্শণ করছেন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে মহম্মদপুর উপজেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে ২লক্ষ ও ২৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ বলেন, বিগত সময়েও এরকম ভাবে অর্থ বরাদ্দ ও বিল প্রদান করা হয়েছে। তবে এবছর সেই তুলনায় অনেক বেশি কাজ করা হয়েছে। প্রতিটি স্কুলেই বিদ্যুৎ চালিত পানির পাম্প, দরজা, জানালা দেওয়ালের পলস্তরা, রং, জলছাদ সহ বিভিন্ন কাজ করা হয়েছে। মহম্মদপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ক্ষুদ্র মেরামতের কাজের গুনগত মান কয়েকটি বিদ্যালয় অনেক সুন্দর ভাবে সম্পন্ন করেছেন। বাকি স্কুলগুলোও খুব স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রতিনি মানুষের একটা জবাবদিহিতার জায়গা রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিকে মাথায় রেখে মূলত এসকল কাজ পরিদর্শণ করা হচ্ছে। কাজের মানের ব্যাপারেও তিনি বলেন, অনেক সুন্দর কাজ হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by